সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা 

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা 

নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাইদুর রহমান মিয়া নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ জুন) বিকেলে জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল এলাকায় বালুর চর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল এলাকায় বালুর চর আদালত কর্তৃক ইজারা স্থগিত আদেশ জারি হয়। আদালতের আদেশ অমান্য করে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছিলো। পরে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গোয়াগাছিয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে সাইদুর রহমান কে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত এবং দ্রুত ওই এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এসময় পলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এছাড়া ওই মুহূর্তে এলাকা ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর