নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সাজা নিশ্চিতসহ দুই দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারক লিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে বসে এ স্মারক লিপি প্রদান করেন।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

তাদের দাবিগুলো- ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের চিহ্নিত করে সাজা নিশ্চিত করা। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, অপরাধীদের তালিকা লিস্ট হচ্ছে। ছাত্রদলসহ সবার এই তালিকা তৈরিতে সাহায্য দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসন, গত ১৬ বছরে যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়েছে তাদের বিচার নিশ্চিতে কমিটি গঠন করার জন্য ইউজিসি কাছে অনুমতি চেয়ে আবেদন করছি। আশা করছি আমরা অতি দ্রুত এ কাজ সম্পন্ন করতে পারব।
প্রতিনিধি/এসএস

