রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৮:৪০ এএম

শেয়ার করুন:

ফেনীতে এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত

ফেনীতে ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জনজীবন বিপর্যস্ত হওয়ায় এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সকল বোর্ড থেকে বুধবার (৯ জুলাই) রাতে ১০ জুলাইয়ের পরীক্ষাটি স্থগিত হওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি প্রচার করা হয়।


বিজ্ঞাপন


কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ১০ জুলাই তারিখে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. কামরুল আহসান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত ১০ জুলাই বৃহস্পতিবারের আলিম ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হলো। অন্যান্য বিষয়ের পরীক্ষা যথা সময়ে গ্রহণ করা হবে।

এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে অনিবার্য কারণ বশত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি ভোকেশনাল ও এইএসসি বিএমটি এর ১০ জুলাই বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হলো। অন্যান্য দিনের পরীক্ষা যথারীতি গ্রহণ করা হবে।

ফেনী জেলা প্রশাসন জানায়, গত দুইদিন ভারী বর্ষনের কারণে ফেনী জেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। অনেক এলাকায় ইতোমধ্যেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। বিশেষ করে ফেনীর ফুলগাজী ও পরশুরামে নদী রক্ষা বাঁধের ১৬টি স্থানে ভেঙে ২০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ওই এলাকার শিক্ষার্থীদের পক্ষে পরীক্ষায় অংশ নেওয়া অসম্ভব হয়ে পড়ায় বোর্ড থেকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর