সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএসএমএমইউয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

বিএসএমএমইউয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আগামী ৩ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ওইদিনের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. জিললুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ ঘোষণা দেওয়া হয়।


বিজ্ঞাপন


এতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সকল মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের ৩ ফেব্রুয়ারির অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। ৩ ফেব্রুয়ারির সকল পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

বিষয়টি পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য অবহিত করা হলো বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এমএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর