রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ের বাস পুকুরে, নিহত ২

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৭:১০ এএম

শেয়ার করুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ের বাস পুকুরে, নিহত ২

রংপুরের পীরগাছায় একটি যাত্রীবাহী বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পীরগাছা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ৫০ থেকে ৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাতে বাসে করে গিয়েছিলেন। দাওয়াত খেয়ে ফেরার পথে রংপুরের পীরগাছার দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাৎক্ষণিক এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করেন।

 


বিজ্ঞাপন


পীরগাছা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি এখনো পুকুরে পড়ে আছে, বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উঠানো হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর