রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ১

ঢাকা মেইল ডেস্ক, ফরিদপুর
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ এএম

শেয়ার করুন:

loading/img

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম মুক্তি দাস (৪৫)। এই দুর্ঘটনায় অন্তত ৩৭ বাসযাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত মুক্তি রানী রাজবাড়ী সদর উপজেলার মৃত দিলু কুমার দাসের স্ত্রী। আহতদের সবার বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে আসার পথে নগরকান্দার ভবুকদিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোদপুর থেকে বরিশালে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, বরযাত্রীদের বহনকারী তিনটি বাস ও একটি মাইক্রোবাসে মোট ২২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় কবলিত বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন, যার অধিকাংশই আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
দুর্ঘটনার কারণ সম্পর্কে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।’

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন