চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নালায় পড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে হালিশহর এ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, দুপুরে নালায় পড়ে নিখোঁজ হওয়ার পর বিকেল পৌনে ৪টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) ইমন দত্ত বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আমাদের একটি দল ও ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’
আরও পড়ুন—
বিজ্ঞাপন
চট্টগ্রাম নগরে খাল বা নালায় পড়ে প্রাণহানির ঘটনা এটাই প্রথম নয়। গত ছয় বছরে নগরের বিভিন্ন খাল ও নালায় পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ২ জন, ২০২১ সালে ৫ জন, ২০২৩ সালে ৩ জন, ২০২৪ সালে ৩ জন এবং ২০২৫ সালে এ পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে।
সবশেষ, চলতি বছরের ১৯ এপ্রিল সকালে নগরের চাক্তাই খাল থেকে উদ্ধার করা হয় নিখোঁজ শিশু সেহরিশের মরদেহ। আগের দিন রাতে সে কাপাসগোলার হিজড়া খালে তলিয়ে গিয়েছিল।
প্রতিনিধি/একেবি

