টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুধবার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির ফলে বুধবার সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে পানি জমে যায়, যা যান চলাচল ও জনজীবনে ভোগান্তি তৈরি করেছে।
আবহাওয়া অধিদফতরের পতেঙ্গা কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় (বুধবার দুপুর ১২টা পর্যন্ত) চট্টগ্রামে ১৫৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে সন্ধ্যার পর বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে।
বিজ্ঞাপন
জলাবদ্ধতার প্রভাব পড়েছে জিইসি মোড়, কাপাসগোলা, কাতালগঞ্জ, পাঁচলাইশ আবাসিক এলাকা, শুলকবহর, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, বাদামতলী মোড়, হালিশহর ওয়াপদা ও হালিশহর আবাসিক এলাকায়। এসব জায়গায় গোঁড়ালি থেকে হাঁটুসমান পানি জমে গেছে। দুপুরে বৃষ্টির সঙ্গে মিলিত হয়েছে জোয়ারের পানি, ফলে জলাবদ্ধতা আরও বেড়েছে। তবে বিকেল থেকে ভাটা শুরু হওয়ায় পানি নামতে শুরু করে।

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ১৪ হাজার ৩৪৯ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে তিনটি সরকারি সংস্থা—চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন এবং পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পগুলোর কাজ চলমান রয়েছে গত ৫ থেকে ১১ বছর ধরে। এ পর্যন্ত ব্যয় হয়েছে ৮ হাজার ৩১২ কোটি টাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, প্রকল্পগুলোর কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
প্রতিনিধি/একেবি

