রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বামী-সংসার ছেড়ে তরুণীর প্রেমে মজলেন গৃহবধূ!

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

স্বামী-সংসার ছেড়ে তরুণীর প্রেমে মজলেন গৃহবধূ!

যোগাযোগ হয়েছে ফেসবুকে। সেখান থেকে সম্পর্ক গড়ে ওঠে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চার সন্তানের জননী কল্পনা খাতুন ও গাইবান্ধার তরুণী নুরিয়ার মধ্যে। শুনতে অবাক লাগলেও গত ৯ দিন আগে শৈলকূপা থেকে কল্পনা খাতুন চলে যান ঢাকায়। সেখানে তিনি তরুণী নুরিয়ার কাছে গিয়ে ওঠেন। এরপর কল্পনা খাতুনের পরিবারের জিডি করেন শৈলকূপা থানায়। যা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে শৈলকূপা পুলিশ তাদের থানায় নিয়ে এসে বুঝিয়ে পরিবারের কাছে দু'জনকে হস্তান্তর করে।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকূপার প্রবাসী এনামুল হকের স্ত্রী কল্পনা খাতুনের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় গাইবান্ধা সদর উপজেলার নুরনবী মিয়ার মেয়ে নুরিয়ার। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক রূপ নেয় প্রেমে। সম্পর্ক গভীর হলে তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।

thumbnail_Jhenidha_police_arrest_phot_01

তদের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৯ দিন আগে কল্পনা খাতুন চার সন্তান ও স্বামী-সংসার ফেলে গোপনে ঢাকায় চলে যান নুরিয়ার কাছে। সেখানে কয়েকদিন তারা একসঙ্গে কাটান। কিন্তু বিষয়টি গোপন না থাকায় কল্পনার পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। পরে তারা শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে এবং কৌশলে থানায় নিয়ে আসে। আজ সকালে থানায় হাজির হন দুই পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন কল্পনা ও নুরিয়াও। থানায় স্থানীয় জনতার ভিড় জমে যায় বিষয়টি জানাজানি হওয়ার পর।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় বাইরে থেকে দরজায় তালা দিল মালিক

পুলিশের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত দু'জনকে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দিয়ে বিদায় জানানো হয়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুই পরিবারের কাছে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রযুক্তির মাধ্যমে তাদের লোকেশন ট্রেস করে ঢাকা থেকে উদ্ধার করা হয়। সমঝোতা করে তাদের বাড়ি পাঠানো হয়েছে। মূলত কল্পনার পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই পুলিশ কাজ করতে শুরু করে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর