সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় বাইরে থেকে দরজায় তালা দিল মালিক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

বাসা বাড়া দিতে দেরি হওয়ায় বাইরে থেকে দরজায় তালা দিলে বাসা মালিক

বাসা ভাড়া দিতে মাত্র তিনদিন বিলম্ব হওয়ায় বাইরে থেকে তালা দিয়ে দেন বাসার মালিক। পরে আত্মীয়-স্বজনকে ফোন দিয়ে বিষয়টি জানায় ভুক্তভোগী পরিবার। প্রায় চার ঘণ্টা পর আত্মীয়-স্বজন পুলিশের সহায়তায় তালা খুলে দিতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ পৌর শহরের রায়পাড়া এলাকায়। অবশ্য বাসার মালিক ইউসূফ চৌধুরী বিকেল ৪টায় ভুক্তভোগী পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে ৩ মাসের বাসা ভাড়া মওকুফ করে দেন।

thumbnail_1000026418


বিজ্ঞাপন


প্রায় চার বছর ধরে ইউসূফ চৌধুরীর বাসায় ভাড়া থাকে থাকেন ইমন বর্মনের পরিবার। চার সদস্যের পরিবারের অভিভাবক বাবা রামপ্রসাদ বর্মন আড়াই বছর আগে মারা যান। পরে সংসারের হাল ধরেন ইমন। পৌরশহরে বিভিন্ন এলাকায় ঝাল মুড়ি বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই বাসা ভাড়াসহ সংসারের খরচ চালায় সে।

প্রতিমাসে বাসা ভাড়া দিতে হয় ৬ হাজার ৬০০ টাকা। চার বছর ধরেই ঠিক সময়ে বাসা ভাড়া দিয়ে আসছিল সে। চলতি মাসের পাঁচ তারিখে বাসা ভাড়া দেওয়ার কথা থাকলেও টাকা না থাকায় দিতে পারেননি ইমন।

ইমনের পরিবারের অভিযোগ, ছয় জুলাই থেকেই বাসার গ্যাসের লাইন বন্ধ করেন বাসার মালিক ইউসূফ চৌধুরী। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় তারা দেখতে পান দরজায় বাইরে থেকে তালা দেওয়া। আত্মীয়-স্বজনকে মোবাইলে ফোনে বিষয়টি জানালে পুলিশের সহায়তায় দুপুর দুইটার পড়ে তালা খুলে দেওয়া হয়।

আরও পড়ুন

অর্থের বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ, এএসআই ক্লোজ

ভুক্তভোগী ইমন বর্মন বলেন, বাবা মারা যাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় ঝাল মুড়ি বিক্রি করে সংসার চালাই। ৬ হাজার ৬০০ টাকা বাসা ভাড়া দেই। দিতে একটু লেট হলেই খারাপ আচরণ করেন মালিক ইউসূফ চৌধুরী। তিন দিন আগে গ্যাসের লাইন বন্ধ করেছেন। আমরা খেয়ে-না খেয়ে ছিলাম। মঙ্গলবার সকালে এসে বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে গেছেন।

তিনি বলেন, আত্মীয়-স্বজনকে জানালে তারা থানায় বিষয়টি জানান। পরে পুলিশ এসে চাবি উদ্ধার করে দরজার তালা খুলে দিয়েছে।

thumbnail_1000026417

ইমনের মা জবা রানী বর্মণ বলেন, কয়েকদিন আগে আমাদের একটি অনুষ্ঠান গেছে। এজন্য কয়েকদিন পরে বাসা ভাড়া দিতে বলায় খারাপ আচরণ করেছেন মালিক। কয়েকদিন আগে গ্যাসের চুলা বন্ধ করেছেন। মানুষ ঘরের ভেতর রেখে আজকে এসে দরজায় তালা মেরে গেছেন।

সুনামগঞ্জ সদর থানার এসআই জুলহাস বললেন, ঘটনাস্থলে এসে চাবি উদ্ধার করে দরজার তালা খুলে দিয়েছি। ঘটনার পর বিকেল ৪টায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন। এসময় তিনি জুন, জুলাই ও আগস্ট মাসের বাসা ভাড়া মওকুফ করার বিষয়টি জানিয়ে বলেন, সেপ্টেম্বর মাসে তারা অন্য কোথাও নতুন বাসায় উঠবে। এমন প্রস্তাবে সম্মতি জানায় ভুক্তভোগী ইমন বর্মনের পরিবার।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর