হবিগঞ্জের বাহুবল উপজেলায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই চালকের মরদেহ উদ্ধার করা হয় বলে বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান জানিয়েছেন।
বিজ্ঞাপন
নিহত ২৮ বছর বয়সী আবুল কাশেম বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের লামাতাশি গ্রামের আব্দুল আলীর ছেলে।
ওসি বলেন, সোমবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি কাশেম। সারারাত খোঁজাখুঁজির পর সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
পরে তারা গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

