সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় সেই ব্যবসায়ী ও মানবাধিকার কর্মীর ওপর হামলা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় সেই ব্যবসায়ী ও মানবাধিকার কর্মীর ওপর হামলা

কুমিল্লায় মওদুদ আবদুল্লাহ শুভ্র নামের এক মানবাধিকার কর্মী ও ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করেছে সন্ত্রাসীরা। শুভ্র তার পুরাতন চৌধুরী পাড়া বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে এ হামলা চালানো হয়। সন্ত্রাসী হামলায় তার হাত ভেঙে যায় এবং পায়ের মাংস থেঁতলে যায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেন তিনি। 

মঙ্গলবার (৮ জুলাই) সকালে ভুক্তভোগী ওই মানবাধিকার কর্মী ও ব্যবসায়ী মওদুদ শুভ্র সাংবাদিকদের জানান, সম্প্রতি আমি বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার সময় সন্ত্রাসীরা আমাকে লাঠিসোঁটা দিয়ে বেদম প্রহার করে। এতে আমার মাথায়, হাতে এবং আমার পায়ের মাংস থেঁতলে যায়। দুটি ভিন্ন বিষয় নিয়ে আমি দ্রুত বিচার আইনে এবং কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা করি। মামলার এজহার নামীয় আসামিদের মধ্যে মাত্র একজন গ্রেফতার হয়েছেন আর বাকিরা পলাতক আছে। পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না। এজহার নামীয় আসামিদের সাঙ্গ-পাঙ্গরা মামলা তুলে নেওয়ার জন্য এ হামলা করেছেন এবং তারা হুমকি দিয়ে যায়, যেন মামলাগুলো উঠিয়ে ফেলি। মামলাগুলো উঠিয়ে ফেললে আর হামলা করবে না বলে জানায় তারা।


বিজ্ঞাপন


আজ দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, মানবাধিকার কর্মী, সাাংবাদিক এবং ক্ষুদ্র ব্যবসায়ী মওদুদ আবদুল্লাহ শুভ্রের ওপর হামলার কথা আমরা জেনেছি। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদ পরিচয় ব্যবহার করে যারা এ ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযান অব্যহত রয়েছে। আমরা আসামিদের আইনের আওতায় আনতে কোনো প্রকার দায়িত্বের অবহেলা করছি না। 

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর