সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শ্রীনগরে জমজ শিশুর মরদেহ উদ্ধার, বাবা-মা আটক

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

শ্রীনগরে জমজ শিশুর মরদহ উদ্ধার, বাবা-মা আটক

মুন্সিগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুর থেকে জমজ শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মা-বাবার দিকে অভিযোগ তুলেছেন স্বজনরা। পরে অভিযুক্ত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকায় মৃত দুই শিশুর বাড়ির পেছনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন শিশুদের চাচা সাকিব শেখ।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খাঁন।  

মৃত লামিয়া ও সামিহার বয়স ৬ মাস। শিশু দুটির বাবা সোহাগ শেখ (২৮) ও মা-শান্তা বেগম (২৪)।

এদিকে, এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয় ওই এলাকার স্থানীয়দের মধ্যে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নিহত শিশুদের চাচা সাকিব শেখ বলেন, রাত ৮টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে এগিয়ে এলে শান্তা জানায় তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু সেসময় সোহাগ শেখকে আমি ঘরে দেখতে পাইনি। পরে আমি দৌড়ে পুকুরে গিয়ে দেখি উপুড় অবস্থায় শিশু দুইটি পড়ে আছে। দ্রুত তাদের উঠিয়ে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।


বিজ্ঞাপন


শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিনথিয়া নূর জানান, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তাদের পেটভর্তি পানি ছিল।

 

শ্রীনগর থানার ওসি মো. নাজমুল হুদা খাঁন জানান, প্রাথমিকভাবে সন্দেহের তীর বাবা-মায়ের দিকেই। পারিবারিক কলহ কিংবা পরকীয়ার জেরে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। তাই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর