গাইবান্ধায় নিখোঁজের ৫ দিন পর আব্দুল্লাহ মিয়া বয়োজিদ(৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ মে) বিকেলে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের ধান খেত থেকে ওই শিশুর মরদহে উদ্ধার করা হয়। বায়োজিদ মিয়া ওই গ্রামের তাহারুল মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
স্বজনরা জানায়, সোমবার (৮ মে) বিকেলের দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে আব্দুল্লাহ মিয়া বায়োজিদ নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজি অব্যাহত রাখা হয়। এরই একপর্যায়ে বাড়ির পাশের একটি ধান খেতে বায়োজিদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বায়োজিদ নামের এক শিশুর মরদেহ ধান খেত থেকে উদ্ধার করা হয়। শিশুর মৃত্যুর ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে।
প্রতিনিধি/এজে

