সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার, বেকারি বন্ধের নির্দেশ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার, বেকারি বন্ধের নির্দেশ

পিরোজপুরের কাউখালীতে অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার, ক্ষতিকর রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে ও বেকারি পরিচালনার দায়ে রামিন বেকারির মালিককে না পাওয়ায় বেকারি বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার উজিয়ালখান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্র জানায়, উজিয়ালখান এলাকায় রামিন বেকারিতে অব্যবস্থাপনা, বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে ওই বেকারির মালিককে না পাওয়ায় বেকারি বন্ধ রাখার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন

মাগুরায় অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই বরিশাল বিভাগীয়  কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াছির আরাফাত, পরিদর্শক আল আমিন সরকার। আইনশৃঙ্খলায় সহায়তা করে কাউখালী  থানা পুলিশ।


বিজ্ঞাপন


এর আগে দক্ষিণ বাজারে মাপে কম দেওয়ার অভিযোগে আম বিক্রেতা প্রদীপ কুন্ডুকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর