রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে দেশি-বিদেশি অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে দেশি-বিদেশি অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য পলাশ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) ভোরের দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রাম তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে। এসময় একনলা রাইফেল, শক দেওয়া মেশিন ও রামদা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে কৃত্তিনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পলাশের বাড়ি থেকে একটি একনলা রাইফেল, ইলেকট্রনিক শক মেশিন এবং একটি রামদা উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র আরও জানায়, পরে উদ্ধার করা অস্ত্রসহ পলাশ মিয়াকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। পলাশ মিয়ার নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ঝিনাইদহের শৈলকূপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, সেনাবাহিনী অস্ত্রসহ এক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাকে কোর্টে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর