কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ চারজন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (৮ অক্টোবর) নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ যুবক আটক
উপজেলার আলী আকবর ডেইল, তাবালের চর, কৈয়ার বিল, উত্তর ধূরুং এবং লেমশিখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ডাকাতরা হলেন - ফিরোজ খান ওরফে মঞ্জু ডাকাত, সুজা উদ্দিন, সাহেদ এবং নেসার। তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি দেশীয় রাইফেল, ছয়টি কার্তুজ, আটটি তাজা গোলা, দু’টি খালি কার্তুজ, দু’টি চাপাতি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, এদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
নৌবাহিনীর সূত্র জানায়, আসন্ন দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে নৌবাহিনীর টহল ও অভিযান নিয়মিত চলবে। আটক ডাকাতদের উদ্ধারকৃত অস্ত্রসহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

