রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদারীপুর জেলা সদর মডেল জামে মসজিদ উদ্বোধনের দাবিতে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০১:০০ পিএম

শেয়ার করুন:

মাদারীপুর জেলা সদর মডেল জামে মসজিদ উদ্বোধনের দাবিতে সংবাদ সম্মেলন

মাদারীপুর ১৫ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট জেলা সদর মডেল জামে মসজিদ নির্মাণ করা হলেও উদ্বোধন হচ্ছে না। মডেল মসজিদটি দ্রুত উদ্বোধনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে শহরের ডিসিব্রিজ এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দেশের বিভিন্ন স্থানে মডেল মসজিদ উদ্বোধন হলেও মাদারীপুর জেলা সদর মডেল জামে মসজিদটি উদ্বোধন হচ্ছে না। এজন্য গণপূর্ত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রনালয়ের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলাকে দায়ী করছেন তারা। মসজিদ উদ্বোধন না হওয়ায় অস্থায়ী একটি টিনশেট ঘরে দীর্ঘদিন ধরে মুসল্লিদের নামাজ পড়তে বিড়ম্বনা পোহাতে হয়। পাশাপাশি টয়লেট-বাথরুম না থাকায় দুর্ভোগ বাড়ে আরো। এজন্য মুসল্লিদের কথা চিন্তা করে দ্রুত এটি উদ্বোধনের দাবি জানানো হয়। আর মসজিদটিতে নতুন করে ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও নৈশপ্রহরী নিয়োগের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় স্থানীয় বাসিন্দা কেএম তোফাজ্জল হোসেন সান্টু, ফিরোজ শিকদার, রাজন মাহমুদ, গোলম মোস্তফা, ওবায়াদুল হক বাদলসহ অনেকেই উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর