নেত্রকোনার কলমাকান্দায় ৪ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নবী হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে এলাকাবাসী।
রোববার (৬ জুলাই) বিকালে উপজেলার বাদে আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক নবী হোসেন কলমাকান্দা সদর ইউনিয়নের বাদে আমতৈল গ্রামের আব্দুল করিমের ছেলে।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শিশুটি নবী হোসেনের উঠানের সামনে খেলছিল। তখন নবী হোসেন তাকে ডেকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। পরে অভিযুক্তকে এলাকাবাসীর সহায়তায় পুলিশের কাছে সোপর্দ করে।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নবী হোসেনকে আগামীকাল সোমবার (৭ জুলাই) সকালে আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/টিবি