রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের চেষ্টায় আটক ১

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০৭:১৩ এএম

শেয়ার করুন:

loading/img

নীলফামারীর ডিমলায় বাক প্রতিবন্ধী ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাউতারা নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আটক রফিকুল ইসলাম (৫০) নাউতারা নিজ পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

আরও পড়ুন

মাদরাসা ছাত্রকে অপহরণ করে হত্যা, আটক ৩

পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল তার প্রতিবেশী বাকপ্রতিবন্ধী শিশুটিকে বাড়িতে একা পেয়ে  ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ধস্তাধস্তিতে শিশুটির শরীর আঘাত প্রাপ্ত হয় ও শ্লীলতাহানির শিকার হয়। শিশুটিকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মামলার প্রস্তুতি চলছে। সহকারী পুলিশ সুপার নিয়াজ মোর্শেদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub