রাজশাহীর দুর্গাপুরে সবজি বাগানের ভেতর গাঁজার গাছ চাষ করে তা বিক্রির প্রস্তুতির সময় হাতেনাতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
রোববার (৬ জুলাই) দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার যুবকের নাম শরিফুল ইসলাম (৪২)। তিনি উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শরিফুলের বাড়ির পূর্ব পাশে নিজস্ব জমিতে সবজি বাগানের ভেতর গাঁজার গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে তিনি গোপনে চাষাবাদ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শরিফুলকে আটক করা হয়। এ সময় তার সবজি বাগান থেকে ৩টি সতেজ গাঁজার গাছ উদ্ধার করা হয়। যেগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি। এ গাঁজার বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলেও জানিয়েছে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/টিবি