রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাঁজা চাষের খবরে ভোররাতে পুলিশের অভিযান, গ্রেফতার ১ 

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ পিএম

শেয়ার করুন:

গাঁজা চাষের খবরে ভোররাতে পুলিশের অভিযান, গ্রেফতার ১ 

রাজশাহীর চারঘাটে গাঁজা চাষ করার খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


চারঘাট থানার এসআই মো. কামরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাদক কারবারির নাম ফারুক হোসেন। তিনি উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, বুধবার ভোর সোয়া ৩টার দিকে ফারুক হোসেনের বাসার ভেতরে অবৈধ গাঁজার গাছ উৎপাদন, চাষাবাদ ও পরিচর্যা করার খবর পান থানার পুলিশ সদস্যরা। এ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দু’টি বড় গাঁজার গাছ, ডালপালা ও ৬২ কেজি গাঁজাসহ ফারুক হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এসআই মো. কামরুজ্জামান বলেন, ফারুকের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন: ২০১৮-এর আওতায় একটি মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর