শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

বর্ণাঢ্য আয়োজনে রাবি’র ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেলা প্রতিনিধি, রাবি
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

বর্ণাঢ্য আয়োজনে রাবি’র ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

রোববার (৬ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার।


বিজ্ঞাপন


১৯৫৩ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের অন্যতম প্রাচীন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের আয়োজন করা হয়।

সকালে প্রশাসন ভবন-১ এর সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনটি উদযাপন শুরু হয়। এরপর বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যাতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য মানুষ অংশ নেন।

আরও পড়ুন—

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাড়ে ১১টায় সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

উদ্বোধনী বক্তব্যে শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। এই আয়োজনে আমন্ত্রণ জানানোয় আয়োজক ও মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জানাই। দেশের উচ্চশিক্ষায় এ বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। তরুণ প্রজন্মের সঙ্গে এ ধরনের আয়োজনে যুক্ত হয়ে আমি উৎসাহিত।’

তিনি আরও বলেন, ‘আশা করি সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও সুন্দর ও সমন্বিত করে গড়ে তুলতে পারব। এ বিশ্ববিদ্যালয় যেন তার দায়িত্ব ও লক্ষ্য নিয়ে আরও বহু বছর এগিয়ে যেতে পারে—এই কামনা করি।’

rss

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর