শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

কলমাকান্দায় বালুসহ নৌকা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০৯:২০ পিএম

শেয়ার করুন:

কলমাকান্দায় বালুসহ নৌকা জব্দ, ৫০ হাজার টাকা জরিমা

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে উত্তোলন করা বালুসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ তিনজন শ্রমিককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার বিশরপাশা এলাকায় কংস নদ থেকে ওই নৌকাটি জব্দ করা হয়।


বিজ্ঞাপন


পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

তবে আটক তিন শ্রমিককে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ- স্থানীয় একটি চক্র উপজেলার বিশাউলি এলাকার পাঁচগাঁও নদী থেকে ডেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর পাড় ভাঙছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর পাড়ের বাসিন্দারা। 

1000093993


বিজ্ঞাপন


কলমাকান্দা থানার আওতাধীন বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, বিশাউতি এলাকার নদী থেকে স্থানীয়দের সহায়তায় বালু বোঝাই নৌকাটি জব্দ করে তিন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়।

আরও পড়ুন

খাসির মাংস বলে ছাগীর মাংস বিক্রির চেষ্টা, জরিমানা ১৫ হাজার 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের দায়ে ইঞ্জিনচালিত নৌকার মালিক মো. রইছ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ আর করবে না, এই  মুচলেকা নিয়ে ওই তিন শ্রমিককে ছাড়া হয়েছে।

এসময় আনুমানিক ১৪০০ ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্য সজল সরকারের জিম্মায় রাখা হয়।

নৌকার মালিক মো. রইছ মিয়া নেত্রকোনার জেলার ঠাকুরাকোণা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর