বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

খাসির মাংস বলে ছাগীর মাংস বিক্রির চেষ্টা, জরিমানা ১৫ হাজার 

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

খাসির মাংস বলে ছাগীর মাংস বিক্রির চেষ্টা, জরিমানা ১৫ হাজার 

নাটোরে খাসির মাংস বলে ছাগীর মাংস বিক্রির চেষ্টার সময় এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৫ জুলাই ) সকালে নাটোর শহরের নিচাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।


বিজ্ঞাপন


অভিযান সূত্রে জানা গেছে, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিংয়ের অংশ হিসেবে সকালে শহরের নিচাবাজারে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় “বিসমিল্লাহ খাসি গোস্তের ঘর” নামে এক দোকানের মালিক শেখ মুক্তার হোসেন ইসলাম - ছাগীকে খাসি বলে মাংস বিক্রির চেষ্টা করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন - কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নাটোর জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সনাক (টিআইবি) নাটোর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল।

নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান বলেন, বাজার মনিটরিং কার্যক্রম হিসেবে সকালে নিচাবাজারে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাসির মাংস বলে ছাগীর মাংস বিক্রির চেষ্টার সময় এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর