দাবি করা চাঁদার টাকা না পেয়ে গর্ভবতী এক নারীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগে দায়ের মামলার প্রধান আসামি রুবেল শরীফকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) সকালে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের খালেদাবাদ কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার রুবেল শরীফ (৪০) পটুয়াখালীর দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামের মৃত আলতাফ শরীফের ছেলে।
ওসি মিজানুর রহমান মামলার বরাতে বলেন, চলতি বছরের ৩০ জুন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন ভুক্তভোগী গর্ভবতী শিউলির বোন সিম্মী। সেই মামলায় রুবেলসহ পাঁচ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রুবেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, গর্ভবতী শিউলির স্বামী ফার্নিচার ব্যবসায়ী সোহাগ কাজীর কাছে আসামিরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। এর অংশ হিসাবে চলতি বছরের ৩ এপ্রিল রাতে খালেদাবাদ কলোনির সামনে থাকা রুবেলের মুদির দোকানের সামনে বসে আসামিরা সোহাগ কাজীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় আসামিরা সোহাগকে বেদম মারধর করে। এ খবর পেয়ে গর্ভবতী শিউলি ঘটনাস্থলে ছুটে যায়। তখন রুবেল শরীফ গর্ভবতী শিউলির পেটে লাথি দিলে হাসপাতালে মৃত সন্তান প্রসব হয়।
প্রতিনিধি/এসএস