বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলায় দুই আওয়ামী লীগের নেতা সাইদ মাহামুদ ও হিজবুল্লাহ সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, নগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহামুদ এবং সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা হিজবুল্লাহ সম্রাট।
ওসি মিজান বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের শনিবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস