শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

রংপুর বিভাগের ৩৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

রংপুর বিভাগের ৩৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুরের ৩৩টি সংসদীয় আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে এক জনসভা থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করে দলটি। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।


বিজ্ঞাপন


এসময় জনসভার মঞ্চে রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলার সবগুলো আসনে প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মৌলিক সংস্কার ও সুষ্ঠু ভোট আদায় করে ছাড়ব: জামায়াত আমির

রংপুরের ঘোষিত প্রার্থীরা হলেন- গংগাচড়া ও সিটি কর্পোরেশনের আংশিক-১ এ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, বদরগঞ্জ-তারাগঞ্জ-২ আসনে এটিএম আজহারুল ইসলাম, রংপুর সদর-৩ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, পীরগাছা-কাউনিয়া-৪ এ মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, মিঠাপুকুর-৫ এ জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, পীরগঞ্জ-৬ এ পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন।

thumbnail_Untitled


বিজ্ঞাপন


রংপুরে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান, প্রধান বক্তা ছিলেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম।

বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, শহিদ আবু সাঈদের বাবা ও বড়ভাই রমজান আলীসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির এটিএম আজম খান।

আরও পড়ুন

‘ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ আমাকে জনতার মঞ্চে নিয়ে এসেছেন’

উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবিতে জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর ও জেলা শাখা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর