শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

যশোরে অ্যাসিড হামলার শিকার পরিবারের পাশে তারেক রহমান

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

যশোরে অ্যাসিড হামলার শিকার পরিবারের পাশে তারেক রহমান

যশোরে অ্যাসিড হামলার শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতারা শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা যশোর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান এবং চিকিৎসা ও আইনি সহায়তা দেয়ার ঘোষণা দেন।

এদিকে অ্যাসিড হামলার ঘটনায় অভিযুক্ত জসিমকে আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রিপা নামে এক তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে জসিম নামে এক যুবক। ওই এসিডে রিপা, তার তৃতীয় শ্রেণি পড়ুয়া ভাই ইয়ানুর ও মা রাহেলা বেগম দগ্ধ হন। তাদের মধ্যে ইয়ানুরে শরীর বেশি দগ্ধ হয়। গণমাধ্যম সংবাদ প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই পরিবারের চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করতে দলীয় নেতাদের নির্দেশ দেন। এরপর আজ সন্ধ্যায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতারা যশোর জেনারেল হাসপাতালে অ্যাসিড দগ্ধদের দেখতে যান এবং তাদের খোঁজ খবর নেন।

আরও পড়ুন

শিশু-নারীসহ পরিবারের ৩ জন অ্যাসিডদগ্ধ, মামলা হলেও নেই গ্রেফতার

এসময় তিনি বলেন, নির্যাতিত নারী শিশুদের পাশে বিএনপি আছে। তারেক রহমানের নির্দেশে আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়া হয়েছে। এছড়া মামলা পরিচালনার সহায়তা করা হবে। লিগ্যাল এইড টিম সার্বক্ষণিক তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে।

এদিকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস পেতে সন্তুষ্টি প্রকাশ করেছেন আহত রিপা খাতুন। তিনি বলেন, আমরা হতদরিদ্র মানুষ। ন্যায়বিচার পেতে আইন আদালত করতে কষ্ট হতো। বিএনপি নেতারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এতে আমরা খুবই খুশি।


বিজ্ঞাপন


এদিকে অ্যাসিড হামলার ঘটনায় অভিযুক্ত জসিমকে আসামি করে মামলা হয়েছে। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, আহতের বাবা জামাত হোসেন বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত জসিমকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর