নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেনী জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবিনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ৷
শুক্রবার (৪ জুলাই) দুপুরের দিকে রাজধানীর ডেমরা এলাকার মাতুয়াইল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। রবিন ফেনী পৌর এলাকার নাজির রোডের বাসিন্দা। তিনি ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র হত্যা মামলায় আসামি হওয়ার পর থেকে পলাতক ছিলেন।
বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত জানান, ফেনীর মহিপালের ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি রবিউল হোসেন রবিন বেশ কিছুদিন ধরে ঢাকার ডেমরা এলাকার মাতুয়াইলে অবস্থান করছিলেন। স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সামিউল সামী এবং আজিম তাকে শনাক্ত করার পর বিষয়টি আমাদেরকে অবহিত করে। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে তাকে আটক করার পর এনসিপির কেন্দ্রীয় সদস্য মাহবুবে খোদা ডেমরা থানার সাথে যোগাযোগ করে তাকে পুলিশের হাতে তুলে দেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, রবিন ৪ আগস্টের ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজহারভুক্ত আসামি। তাকে ফেনীতে নিয়ে আসার জন্য ইতোমধ্যেই ডেমরা থানায় ফোর্স পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস