কক্সবাজারে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬১টি তাজা কার্তুজ, আটটি বিদেশি পিস্তলের গুলি, তিনটি মোবাইল ফোন, একটি ইজিবাইক ও নগদ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে শহরের দক্ষিণ কলাতলীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন - বড় মহেশখালীর মাঝার ডেইল এলাকার আনজু মিয়ার ছেলে শাহ আলম (৪০), উখিয়ার জালিয়াপালং-এর মাদার বুনিয়া এলাকার আয়ুব আলীর ছেলে আব্দুল জলিল (২৯) ও বড় মহেশখালীর দেবাঙ্গা পাড়ার আব্দুল লতিফ আদিল ওরফে আদিল্লা (৩৫)।
শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব: ১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) আ.ম ফারুক।
তিনি জানান, গ্রেফতার প্রধান অস্ত্র ব্যবসায়ী শাহ আলম অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র-গুলি ক্রয় করতেন। এরপর তিনি বিকাশে টাকা পাঠিয়ে অটোরিকশাচালক আব্দুল জলিলের মাধ্যমে সেগুলো সংগ্রহ করতেন।
বৃহস্পতিবার ইনানী থেকে কলাতলী সড়কে দরিয়ানগর ব্রিজের কাছে নিউ চিশতিয়া হ্যাচারির সামনে এসে অপর আসামি আদিলের সহযোগিতায় অস্ত্র হস্তান্তর করতে গেলে র্যাবের হাতে ধরা পড়েন। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ