চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এতে উথলী স্টেশনের ওপর দিয়ে চলাচলকারী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনার মোংলা থেকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেন উথলী স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়েছে এবং সেখান থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই পথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ