বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

উখিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৬:৩১ পিএম

শেয়ার করুন:

উখিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকায় রেহেনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রেহেনার গ্রামের বাড়ি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ৫-৬ বছর আগে রেহেনার বিয়ে হয় জালিয়াপালংয়ের আব্দু সালামের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী ও তার আত্মীয়-স্বজনদের হাতে রেহেনা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। এ বিষয়ে তিনি একাধিকবার নিজের পরিবারের কাছে অভিযোগও করেছিলেন।


বিজ্ঞাপন


গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে রেহেনার স্বামী মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের জানান, রেহেনা অসুস্থ। তখন পরিবারের লোকজন তাকে দেখতে বাড়িতে যেতে চাইলে স্বামী সকালবেলা কক্সবাজার সদর হাসপাতালে আসার অনুরোধ করেন।

আরও পড়ুন

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় নারী নিহত

আজ শুক্রবার (৪ জুলাই) সকালে হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা দেখেন, রেহেনা আক্তার মৃত অবস্থায় পড়ে আছেন। তার গলায় ফাঁসের দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়। এতে স্বজনরা দাবি করেন, এটি স্বাভাবিক মৃত্যু নয় তাকে পরিকল্পিতভাবে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

রেহেনার মরদেহের ময়নাতদন্ত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরে গ্রামের বাড়ি রামুর ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জানাজা ও দাফন করা হয়। নিহতের পরিবার আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।


বিজ্ঞাপন


জানতে চাইলে উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর