রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত, আহত ৫

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত, আহত ৫

দুর্ঘটনাকবলিত বাসটিকে ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হয় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে।

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এখনো হতাহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। গয়ালমারা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং এর কিছু অংশ খাদে ডুবে যায়। ফলে হতাহতের ঘটনা ঘটে। রাত ১২টার দিকে চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং চকরিয়া থানা-পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়।

রাত আড়াইটার দিকে একটি ক্রেনের সাহায্যে বাসটি খাদ থেকে তোলা হয়। এ সময় এক যুবকের লাশ বাসের জানালায় ঝুলে থাকতে দেখা যায় এবং আরেকজনের লাশ বাসটির নিচে চাপা পড়ে ছিল। যাত্রীদের দাবি অনুযায়ী, বাসটিতে চালক ও সহকারীসহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাদের ভাষ্যমতে, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল এবং অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

বাসটির যাত্রী কাজী সোহেল (৪২), যিনি মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত, জানান, তিনি চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত টিকিট কাটেন। চট্টগ্রাম থেকে চুনতি পর্যন্ত বাসটি ধীরগতিতে চললেও চুনতি পার হওয়ার পর চালক হঠাৎ করেই দ্রুতগতিতে বাস চালাতে থাকেন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, নিহত দুজনের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিকেও থানায় নেওয়া হয়েছে। আহতদের স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর