আষাঢ়ের ভরা বর্ষায় মুন্সিগঞ্জের নিষ্প্রাণ কাটাখালি খালের প্রাণ ফেরাতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।
স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠন বিডি ক্লিন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় ছুটির দিন শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত।
বিজ্ঞাপন
পরে নিজ হাতে খালের পরিত্যক্ত আবর্জনা পরিষ্কার করার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে জেলা প্রশাসক।
দিনব্যাপী পরিচ্ছন্নতার এ অভিযানে অংশ নিয়েছে প্রায় ৪ শতাধিক বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী সদস্য।
আয়োজকরা জানান, জেলা প্রশাসন ও জেলা পরিষদসহ মুন্সিগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে জেলা শহরের প্রাচীন কাটাখালি খালের প্রায় ৮০০ মিটার অংশ আবর্জনা মুক্ত করতে এক দিনব্যাপী এমন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এর আগে কর্মসূচির উদ্বোধন শেষে জেলা প্রশাসক জানান, ধারাবাহিকভাবে জেলার সব নিষ্প্রাণ খালের জৌলুস ফেরাতে এমন অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি বিভিন্ন খাল দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপন উচ্ছেদে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।
এতে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ নানা শ্রেণি পেশার মানুষ।
এদিকে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া তরুণ স্বেচ্ছাসেবীরা জানান, তারুণ্যের শক্তির ওপর নির্ভর করে গড়ে ওঠে আগামীর নতুন বাংলাদেশ।
প্রতিনিধি/এসএস