যশোরে বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ইছালী কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সুলতান সদর উপজেলার কামারগন্নি গ্রামের রাসেল হোসেনের ছেলে ও ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের বাবা রাসেল জানান, শুক্রবার সকালে বন্ধুদের সাথে সুলতান স্থানীয় কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে মাঠের মধ্যে লুটিয়ে পড়ে। তখন অন্য বন্ধুরা বাসায় খবর দিলে পরিবারের সহযোগিতা ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক সুলতানকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন, স্বজনরা হাসপাতালে আনার আগেই পথে সুলতানের মৃত্যু হয়। মরদেহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস