হবিগঞ্জ জেলার মাধবপুরে তামান্না আক্তার (৭) ও একরাম মিয়া (৭) নামে দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নে বরুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত তামান্না বরুড়া গ্রামের সোলেমান মিয়ার মেয়ে ও একরাম দক্ষিণ সুরমা গ্রামের এনাম মিয়ার ছেলে।
তামান্নার বাবা সোলেমান মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে তামান্না ও একরাম খেলতে বের হয়। এসময় বাড়ির পাশে একটি পুকুরে সবার অগোচরে তারা নামলে ডুবে মারা যায়।
মাধবপুর থানার আওতাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, গ্রামের লোকজন মরদেহ দুটি উদ্ধার করেছে। নিহতদের পরিবারের সম্মতিতে মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।
প্রতিনিধি/ এজে

