সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনায় ভেজালবিরোধী অভিযানে আটক ৩, জরিমানা ১ লাখ টাকা

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৮:১৩ এএম

শেয়ার করুন:

বরগুনায় ভেজালবিরোধী অভিযানে আটক ৩, জরিমানা ১ লাখ টাকা

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বরগুনা শহরে ভেজালবিরোধী যৌথ অভিযান পরিচালনা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ। এসময় জেলা ডিবি পুলিশের একটি দল সহযোগিতা করে।


বিজ্ঞাপন


এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং একটি বেকারির কারখানায় অভিযান চালায়। খাদ্যে ভেজাল উপাদান ব্যবহার এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে চারটি খাবার হোটেল ও একটি বেকারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠানকে একই আইনের ৩৯ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর