মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:১৭ এএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার, টাস্কফোর্স, পুলিশ ও সেনাবাহিনীর পৃথক অভিযানে ৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বাজার নিয়ন্ত্রণ, ভেজালবিরোধী ও অবৈধ মোটরযান বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


মেয়াদ উত্তীর্ণ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রিসহ নানা অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

thumbnail_Chuadanga_Ovijan-05

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার ও ভালাইপুর মোড়ে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বিশেষ টাস্কফোর্স কমিটি।

এসময় আলুকদিয়া এলাকায় মেসার্স বিশ্বাস ট্রেডার্স সার ডিলার প্রতিষ্ঠানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয় করা অর্থাৎ ১৩৫০ টাকার সার ১৫২০ টাকায় বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়, যথাযথভাবে ভাউচার প্রদান না করা ও ২০২১ সালের মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ইকতিয়ার উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ টেম্পারিং কীটনাশকগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

চুয়াডাঙ্গায় ভেজাল শিশুখাদ্য বিক্রয়, ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা

পরে ভালাইপুর এলাকায় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স দিশা অ্যাগ্রো ট্রেডিংয়ে তদারকিতে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার সাদিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা টাস্কফোর্স অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।

thumbnail_Chuadanga_Ovijan-01

অপরদিকে, দুপুরে শহরের শহীদ হাসান চত্বর ও পৌরসভার মোড় এলাকায় চেকপোস্ট বসায় সেনাবাহিনী এবং ট্র্যাফিক পুলিশ সদস্যরা। এমময় অবৈধ মোটরযান বিরোধী চেকপোস্ট থেকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জুলফিকার আলী ও ট্র্যাফিক পুলিশের সদস্যরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর