সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আশুগঞ্জে টিকিট কালোবাজারি ‘বলদা রমজান’ গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৮:২৯ পিএম

শেয়ার করুন:

আশুগঞ্জে টিকিট কালোবাজারির ‘বলদা রমজান’ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মো. রমাজান মিয়া ওরফে ‘বলদা রমজান’ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১০টি টিকিট উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

তেঁতুলিয়ায় ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক

গ্রেফতার রমজান উপজেলার চরচারতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। ইউটিউব কমেডি ভিডিওতে অভিনয়ের সুবাদে তিনি ‘বলদা রমজান’ নামে এলাকায় পরিচিত।

1000136905

সূত্র জানায়, রমজান দীর্ঘদিন ধরে আশুগঞ্জ রেলস্টেশনে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েন তিনি।


বিজ্ঞাপন


আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তফা কামাল রেজা জানান, রমজানের বিরুদ্ধে টিকিট কালোবাজারির দায়ে থানায় মামলা রুজু করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর