সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদা না পেয়ে বেদে পল্লীতে হামলা, শ্রমিক দল সভাপতির বিচার দাবি

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৭:০২ পিএম

শেয়ার করুন:

চাঁদা না পেয়ে বেদে পল্লীতে হামলা, শ্রমিক দল সভাপতির বিচার দাবি

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাহাব উদ্দিনের দাবি করা চাঁদা না পেয়ে লালপোল বেদে পল্লীতে হামলা, ভাঙচুর, লুটপাট চালায়। এমন অভিযোগ তুলে এ ঘটনার বিচার দাবিতে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন করেছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল বেদে পল্লীর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত থেকে হামলার ঘটনায় শ্রমিকদল নেতা সাহাব উদ্দিনসহ জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করে।

এ সময় বক্তব্য দেন- স্থানীয় মুদি দোকানদার মো. দুলাল মিয়া, সৌদি প্রবাসী মো. শহীদুল্লাহ্, মনিরুজ্জামান, স্বর্ন-রুপা সন্ধানকারী মো. চৌধুরী হোসেন, চা দোকানি আফিয়া বেগম ও রজ্জবের নেছা।

1000092868 

ভুক্তভোগী পরিবারগুলো জানান, সাহাবুদ্দিন তাদের কাছে নগদ ১ লাখ টাকা এবং প্রতিরাতে ১জন করে যুবতী মেয়ে পাঠাতে বলেন। তারা এতে অস্বীকার করলে একদল সন্ত্রাসী নিয়ে ২৯ জুন রাতে বেদে পল্লীর বাড়ি ঘর ভাঙচুর, হামলা ও কুপিয়ে জখম করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সরকার নির্ধারিত অপেক্ষা বেশি দামে ধানবীজ বিক্রি, কৃষকের ক্ষোভ

রজ্জবের নেছা জানান, আমরা দারিদ্র্য সীমার নিচে বসবাস করি। আমাদের বাড়ি-ঘর ভাঙচুরের উপযুক্ত শাস্তি চাই ও ক্ষতিপূরণ দাবি করছি। আমরা মানুষের দাঁতের পোকা, স্বর্ণ রুপা সন্ধানসহ বিভিন্ন কাজ করি। আমাদের পর্যাপ্ত খাবার জুটে না। নেই কোনো ভবিষ্যৎ। অথচ আমাদের প্রতিমাসে তাকে চাঁদা দিতে হবে। এটা আমরা কীভাবে মানবো।

1000092869

আফিয়া বেগম জানান, ছোট একটি চা দোকান করে সংসার চালাই। আমাদের ওপর অমানবিক নির্যাতন করেন এই মাইক সাহাবুদ্দিন। গত ৯ মাসে সাহাব উদ্দিন আমাদের বেদে পল্লীতে এসে নানাভাবে নির্যাতন করে আসছে। তিনি আরও বলেন, সাহাব উদ্দিন আমাদের সবাইকে ঘরে আগুন লাগিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে হামলা, ভাঙচুর লুটপাটের ঘটনায় রাশেদা ইসলাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মামলায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর