পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এতিমখানায় ছাগল দান করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আমিরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মালিগাঁও এলাকায় চোরপাড়া মালিগাঁও সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় ভাতিজা মিজানুর রহমান (৩৫) সামান্য আহত হয়েছেন।
বিজ্ঞাপন
নিহত আমিরুল ইসলাম উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবাড়া গ্রামের মাছুয়ার পাড়ার মৃত রাইতুর ছেলে।
আরও পড়ুন
মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তোজাক্কারুল ইসলাম জানান, সোমবার দুপুরে আমিনুল ইসলাম তার ভাতিজা মিজানুরকে নিয়ে স্থানীয় একটি মাদরাসায় মোটরসাইকেলযোগে মানত করা ছাগল দান করতে যান। পরবর্তীতে বাসায় ফেরার পথে ইউনিয়নের মালিগাঁও গ্রামে পৌঁছালে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে তাদের। এ সময় মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণ হতে থাকে বৃদ্ধ আমিনুল ইসলামের। এতে ভাতিজা মিজানুর রহমানও সামান্য আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির জানান, আমিনুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা নিরীক্ষাকে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
প্রতিনিধি/এসএস

