খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা মোড়ে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কায় দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
সোমবার (৩০ জুন ২০২৫) সকাল ৮টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রায়হান (১৬), পিতা. জাকির, সাং: বাঁশবাড়ীয়া, থানা- হরিণটানা নিহত হন।
গুরুতর আহত অবস্থান ইজিবাইকে থাকা যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩), নগেন্দ্রনাথ সরকার (৭৫) ও জুয়েল বাবু নামের আরও পাঁচজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের হাসপাতালের সার্জারি বিভাগের ৯-১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান সকাল ১১টা০৫ মিনিটে জুয়েল বাবু মৃত্যুবরণ করেন।
বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হরিণটানা থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
হরিণটানা থানার ওসি খায়রুল বাশার বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে

