মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

accident
প্রতীকী ছবি

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা মোড়ে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কায় দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

সোমবার (৩০ জুন ২০২৫) সকাল ৮টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রায়হান (১৬), পিতা. জাকির, সাং: বাঁশবাড়ীয়া, থানা- হরিণটানা নিহত হন।

গুরুতর আহত অবস্থান ইজিবাইকে থাকা যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩), নগেন্দ্রনাথ সরকার (৭৫) ও জুয়েল বাবু নামের আরও পাঁচজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের হাসপাতালের সার্জারি বিভাগের ৯-১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান সকাল ১১টা০৫ মিনিটে জুয়েল বাবু মৃত্যুবরণ করেন।

বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হরিণটানা থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

হরিণটানা থানার ওসি খায়রুল বাশার বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর