সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে ৩ মাদকসেবীর জেল-জরিমানা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ৩ মাদকসেবীর জেল-জরিমানা

ফেনীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে মাদকসহ আটক ৩ ব্যক্তিকে জেল ও জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ জুন) বিকেলে ফেনী শহরের রেলস্টেশন সংলগ্ন ব্রাহ্মণ পুকুর পাড় থেকে তাদের মাদকসহ আটক করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।


বিজ্ঞাপন


সাজাপ্রাপ্তরা হলেন- লক্ষীপুরের রামগতি উপজেলার চরবতী গ্রামের কামাল উদ্দিনের ছেলে আবদুর রহিম (২০), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার গুয়াবাড়িয়া খলিল মোল্লার ছেলে পারভেজ মোল্লা (৩০) ও লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশী গ্রামের বাবুল মিয়ার ছেলে একরাম হোসেন মানিক (২৩)।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর আটক

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, রোববার বিকেলে রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে তাদেরকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাহমিদা আক্তার ও ফারাজ হাবীব খাঁন আটক আবদুর রহীম, পারভেজ মোল্লা ও  মানিককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ১০০ টাকা করে জরিমানার আদেশ দেন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সোমেন মণ্ডল অভিযান ও ৩ ব্যক্তির কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর