সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর আটক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর আটক

চাঁপাইনবাবগঞ্জে বারিকুল ইসলাম নামে এক মোটরসাইকেল চোরকে আটকসহ ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) সকালে তাকে আটক করা হলেও রোববার (২৯ জুন) দুপুরে পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছে।


বিজ্ঞাপন


আটক বারিকুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মো. আকালুর ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ের একটি আমবাগানে একটি চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সময় বারিকুল ইসলামকে আটক করে সদর থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাস।

আরও পড়ুন

জামিন নিতে এসে আদালত থেকে পালালেন আ.লীগ নেতা

এ সময় কয়েকজন পালিয়ে গেলেও বারিকুলকে আটকসহ তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ পাশের জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ১০টি মোটরসাইকেল তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর