এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে কাস্টমস সদস্যদের কর্মবিরতিতে প্রভাব পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সড়ক পথের চারদেশী স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দরে। কর্মবিরতির কারণে ছাড়পত্র না পেয়ে আনলোডের অপেক্ষায় ইয়ার্ডে আটকা পড়ে আছে ট্রাকগুলো। এতে বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকলেও আমদানি-রফতানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। অপেক্ষায় থাকতে দেখা গেছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের।
শনিবার (২৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।
বিজ্ঞাপন
তিনি জানান, শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ বন্দর দিয়ে বাংলাদেশের কোনো পণ্য রফতানি হয়নি। তবে ভুটান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে ১৪৮টি বোল্ডার পাথর বোঝাই ট্রাক।
এদিকে বন্দরের কাস্টমস কর্তৃপক্ষের কর্মবিরতি পালন করায় ট্রাকগুলো কোনো ছাড়পত্র বা ক্লিয়ারেন্স পায়নি। তাই শনিবার আমদানি হওয়া কোনো ট্রাক আনলোড বা এক্সিট হয়নি। রোববারও (২৯ জুন) তাদের কর্মবিরতি অব্যাহত থাকায় আমদানি-রফতানি কার্যক্রমের স্থবিরতা কাটার সম্ভাবনা কম।
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্টরা জানান, শনিবার সকাল থেকে বিকেল ৬টা পর্যন্ত কাস্টমস বিভাগের কর্মকর্তাদের কর্মবিরতির কারণে আমদানি-রফতানি কার্যক্রম স্থগিত ছিল। এতে সারাদিন ধরে তাদের অলস সময় কাটে।
বিজ্ঞাপন
এমনিতেই বাংলাবান্ধা স্থলবন্দর ভারতীয় নানা ইস্যুতে আমদানি-রফতানি কার্যক্রমে ভাটা পড়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। এখন এনবিআরের কর্মবিরতিতে ব্যবসায়ীরা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাবান্ধা স্থলবন্দরের এক রাজস্ব কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে কর্মবিরতি পালন করছেন তারা। শনিবার সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত তাদের কর্মবিরতি চলে। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা না আসায় রোববারও তাদের কর্মবিরতি চলবে।
প্রতিনিধি/জেবি

