সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নকল শিশু খাদ্য উৎপাদন, কারখানায় অভিযানে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

নকল শিশু খাদ্য উৎপাদন, কারখানায় অভিযানে লাখ টাকা জরিমানা

ফরিদপুরে একটি ময়দার মিলের আড়ালে নকল শিশু খাদ্য পণ্য উৎপাদন করে চলছিল রমরমা ব্যবসা। গোপন সূত্রে এমন  খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ওই কারখানা মালিককে নগদ এক লাখ টাকা জরিমানা করে। একইসঙ্গে অনুমোদনহীন এসব পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে কারখানাটি।

1000088657


বিজ্ঞাপন


শনিবার (২৮ জুন) বিকেলে ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে নিপা ফ্লাওয়ার মিলের অভ্যন্তরে শাহী নামের একটি কারখানায় এ অভিযান চালানো হয়।

ফরিদপুরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরশাদ জাহান জানান, সেনাবাহিনী, পুলিশ, বিএসটিআই, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কারখানাটিতে থাকা পণ্যের বিএসটিআইয়ের কোনো অনুমোদন পাওয়া যায়নি।

আরও পড়ুন

ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

সেখানে নামি-দামি নানা কোম্পানির মোড়কে শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ৫২ ধরনের পণ্য উৎপাদন করা হচ্ছিল। ওই কারখানা মালিককে সতর্ক করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে অনুমোদন না পাওয়া পর্যন্ত মিলটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর