সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাচারকালে বিপুল পরিমাণ ঝাউগাছসহ আটক ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৯:৩৬ পিএম

শেয়ার করুন:

পাচারকালে বিপুল পরিমাণ ঝাউগাছসহ আটক ২

কক্সবাজারের দক্ষিণ বনবিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে বাঁকখালীর মোহনা থেকে বিপুল পরিমাণ ঝাউগাছের বল্লি জব্দ করা হয়েছে। এ সময় দুই গাছ পাচারকারীকে আটক করা হয়। এছাড়া গাছ পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিশেষ টহল দল প্রধান মো. হাবিবুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে একটি গাছচোর চক্র গোরকঘাটা রেঞ্জের সোনাদিয়া বনবিট এলাকার সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে ঝাউগাছ পাচার করে আসছিল। বুধবার রাতে ঝাউগাছের একটি চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বনবিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালায়। ওই সময় ২৯টি ঝাউবল্লিসহ  দুইজনকে আটক করা হয়। অভিযানে অংশ নেন কক্সবাজার কোস্ট গার্ডের সিজি স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মানিক মিয়া, কক্সবাজার রেঞ্জের কলাতলী বিট কর্মকর্তা ক্যাচিংউ মারমাসহ বিশেষ টহল দল ও কোস্ট গার্ডের অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

অভিযোগের প্রসঙ্গে উপকূলীয় বনবিভাগ চট্টগ্রামের গোরকঘাটা ও চরণদ্বীপ রেঞ্জ কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, সোনাদিয়া এলাকাটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নিয়ন্ত্রিত। সোনাদিয়া বনবিট নামে থাকলেও কোনো ধরনের জনবল নেই। যার কারণে গাছ পাচার রোধ করতে কষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিশেষ টহল দল প্রধান মো. হাবিবুল হক বলেন, ঝাউবল্লিসহ আটক দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর