সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।


বিজ্ঞাপন


1000181274

গ্রেফতার ব্যক্তিরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনতলিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শফি উল্লাহ (৪৫) এবং একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে নুরুল বশর (৩৮)।

আরও পড়ুন

দোকানদারকে দাড়ি ধরে টানা হেঁচড়ার ঘটনায় আসামি গ্রেফতার

আ. ম. ফারুক বলেন, বৃহস্পতিবার রাতে টেকনাফের বাহারছড়া ইঊনিয়নের মনতলিয়া এলাকায় কতিপয় লোকজন মাদকের বড় একটি চালান অন্যত্রে পাঠানোর জন্য অবস্থান করার খবর পায় র‍্যাব। পরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৪/৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ছোট বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ১ লাখ ২০ হাজার ইয়াবা। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর