মানিকগঞ্জের ঘিওর উপজেলার মানিক কম্পিউটার দোকানের মালিক আলী আজম মানিককে (৩৩) দাড়ি ধরে টানা হেঁচড়া ও অশালীন ভাষায় গালাগালসহ মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি নাসির ভূঁয়াকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ।
শুক্রবার (২৭ জুন) সকাল ৭টার দিকে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।
বিজ্ঞাপন
গ্রেফতার আসামি নাসিম ভুঁইয়া ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেন ভুঁইয়া ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাসিম ভুঁইয়ার প্রায়ই ভুক্তভোগী আলী আজম মানিকের দোকানে বিভিন্ন কাজ নিয়ে আসতেন। তবে কাজ শেষে ঠিকমতো টাকা দিতেন না। পাওনা টাকা চাইলেই নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়াসহ টাকা দাবি করতেন। কিন্তু দাবি করা টাকা দিতে অনীহা প্রকাশ করলে আসামি নাসিম ভুক্তভোগীকে ব্যবসা করতে দিবে না বলেও হুমকি দেন। এরপর গত ২৩ জুন সোমবার রাত ৯টার দিকে ভুক্তভোগীর দোকানে জমির খারিজের কিছু কাজ নিয়ে যান আসামি। তবে অন্য একজন কাস্টমারের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তকে অপেক্ষা করতে বলেন। এতেই ক্ষিপ্ত পয়ে ভুক্তভোগীর দাড়ি ধরে টানা হেঁচড়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর করে নাসিম। এ ঘটনায় ঘিওর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মানিক এবং এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুালিশ সুপার ইমতিয়াজ মাহবুব বলেন, ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে সেই মামলার আসামি নাসিম ভূঁইয়াকে ঢাকার আশুলিয়া থানা থেকে গ্রেফতার করে জলার ডিবি পুলিশ একটি টিম। পরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস

